ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ২য়, ৪র্থ, ৬ষ্ঠ ও ৮ম পর্ব সমাপনী পরীক্ষা আগামী ১ ডিসেম্বর হতে শুরু হবে।

SSW (Japan) Project

  • Course Feature

  • Duration: 6 Month

  • Language: English

SSW (Japan) Project

SSW ( Japan) প্রজেক্টের কারিকুলাম অনুযায়ী প্রশিক্ষণ দিচ্ছে  MAWTS।

আবেদন ফরম পূরণ করার পূর্বে ভর্তির যোগ্যতা ও অন্যান্য নিয়ম-কানুন সমূহ দেখে নিন।

১। যে সকল পেশায় জাপান যাওয়া যাবে:
Specific Skills Worker (SSW)
·         Nursing Care & Japanese Language
·         Agriculture & Japanese Language
·         Construction 
২। প্রশিক্ষণ মেয়াদ:
৬ মাস (সপ্তাহে ৫ দিন, প্রতিদিন ৮ ঘন্টা, ৫ ঘন্টা ক্লাশ ও ৩ ঘন্টা হোম ওয়ার্ক)

৩। ভর্তির যোগ্যতা:
ক) শিক্ষাগত যোগ্যতা: সর্বনিম্ন এসএসসি/ এইচএসসি পাশ প্রার্থীদের অগ্রাধীকার;
খ) বয়স: ১৮-৩০ বছর।
গ) সর্বনিম্ন সিজিপিএ ৩.০ হতে হবে।

৪। প্রয়োজনীয় কাগজ পত্র:
ভর্তির সময় নিম্নোক্ত প্রয়োজনীয় কাগজপত্র সাথে আনতে হবে।
ক) ২ কপি (সদ্যতোলা) পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
খ)  সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ।
গ) জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্ট এর কপি (যদি থাকে) জমা দিতে হবে।
ঘ) অভিজ্ঞতার সনদপত্র (যদি থাকে)। 
 
৫। কারা অগ্রাধিকার পাবেন:
ক)  উপজাতি/ ক্ষুদ্র নৃগোষ্টি
খ) ইংরেজি ও বাংলা ভাষায় দক্ষ
গ) মৃদুভাষী, সৎ ও অমায়িক

৬। অযোগ্য বিবেচনা করা হবে-
ক) নেশা জাতীয় দ্রব্য গ্রহণে আসক্ত হলে
খ) সংক্রামক রোগে আক্রান্ত হলে
গ) অধ্যায়ণরত অবস্থায় ছুটি নিলে
ঘ) কোন রাজনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত এবং ফৌজদারি অপরাধের সাথে জড়িত ব্যক্তিদের প্রশিক্ষণার্থী হিসেবে বিবেচনা করা হবে না। উক্ত বিষয়ে তথ্য গোপন করলে পরবর্তীতে এ কারণে ভিসা আবেদন বাতিল হলে মট্স কর্তৃপক্ষ কোন প্রকার দায়িত্ব বহন করবে না।

৭। রেজিস্ট্রেশন ফি সংক্রান্ত তথ্যাবলী:
📛  bKash Merchant Account Number : 01329639524  📛

রেজিস্ট্রেশন করার জন্য নিম্নে উল্লেখিত পরিমাণ টাকা bKash Make Payment করুন উপরোক্ত Merchant Account নাম্বারে  এবং পেমেন্ট করার সময় রেফারেন্সে অবশ্যই আপনার নাম এবং জাপান লিখুন। যেমন- RAHMANJAPAN

✅   রেজিস্ট্রেশন ফি: ৫০০/- + বিকাশ খরচঃ ২০/- সর্বমোটঃ ৫২০ টাকা।
✅  পেমেন্ট সম্পূর্ণ হলে Successful SMS প্রদর্শিত হবে। SMS এ প্রদর্শিত Transaction ID এবং Transaction Reference No সংরক্ষণ করুন।
✅  ভুল নম্বরে বিকাশ করে Transaction ID এবং Transaction Reference No ব্যবহার করে ফরম পূরণ করলে তা গ্রহণযোগ্য হবে না/ মট্স কর্তৃপক্ষ কোন প্রকার দায়িত্বগ্রহণ করবে না।

৭। এছাড়াও ভর্তি সংক্রান্ত যে কোন তথ্যের জন্য নিম্নোক্ত নম্বরসমূহে যোগাযোগ করতে পারেন।
Mobile: ০১৩২৯ ৬৩৯ ৫৫১, ০১৩২৯ ৬৩৯ ৫২২
E-mail: dmte@mawts.org
Facebook Page: www.facebook.com/mawts