ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ২য়, ৪র্থ, ৬ষ্ঠ ও ৮ম পর্ব সমাপনী পরীক্ষা আগামী ১ ডিসেম্বর হতে শুরু হবে।

Automobile & Mechanical

  • Course Feature

  • Duration: 3 Years

  • Language: English

Automobile & Mechanical

আগামী ০২ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ হতে মট্স-এ তিন (৩) বছর মেয়াদী (ব্যাচ-৪৯) কারিগরি প্রশিক্ষণ কোর্স শুরু হবে। নিম্ন বর্ণনা অনুযায়ী যোগ্য প্রার্থীদের নিকট হতে আগামী ৩১ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ এর মধ্যে নিম্ন ঠিকানায় দরখাস্ত আহবান করা যাচ্ছে।
 
১।প্রার্থীদের যোগ্যতা:
ক) শিক্ষাগত যোগ্যতা : এস.এস.সি. উÍত্তীর্ণ। 
খ) বয়স : ১ জানুয়ারী ২০২৫ খ্রিস্টাব্দ কমপক্ষে ১৬  বৎসর।
গ) বৈবাহিক অবস্থা : অবিবাহিত
 
২।প্রশিক্ষণ বিষয়:
ক)অটোমোবাইলঃ অটোমোবাইল ও কৃষিকাজে ব্যবহৃত ইঞ্জিন এবং যন্ত্রপাতি সংযোজন, মেরামত ও রক্ষণাবেক্ষণ, ওয়েল্ডিং ও সীট মেটাল  ইলেকট্রিক্যাল ইত্যাদি কাজের প্রশিক্ষণ  
খ) মেকানিক্যাল : লেদ, মিলিং, ড্রিলিং, গ্রাইন্ডিং ও অন্যান্য মেশিনে যন্ত্রাংশ তৈরী, মেশিন রক্ষণাবেক্ষণ, ওয়েল্ডিং ও সীট মেটাল, ইলেকট্রিক ইত্যাদি কাজের প্রশিক্ষণ  
 
৩।আসন সংখ্যা : ২০ জন।
 
৪।প্রশিক্ষণ পদ্ধতি:
ক) ১ম ও ২য় বর্ষ : কারিতাস সুইজারল্যান্ডের সহায়তায় প্রস্তুতকৃত গাইডলাইন অনুযায়ী সংশ্লিষ্ট ট্রেডে তাত্তি¡ক ও ব্যবহারিক প্রশিক্ষণ    
খ) ৩য় বর্ষ : মট্স এর উৎপাদন কার্য়ক্রমের মাধ্যমে বাস্তব ভিত্তিক প্রশিক্ষণ ও তাত্তি¡ক লেখাপড়ার পুনরালোচনা।
গ) এই কোর্সে ৮০ ভাগ ব্যবহারিক এবং ২০ ভাগ তাত্তি¡ক শিক্ষা দেয়া হয়। 
 
৫। প্রশিক্ষণ শর্তাবলী:
   ক) এই প্রশিক্ষণ সম্পূর্ণ অনাবাসিক।  
   খ) প্রতিষ্ঠানের সকল প্রকার নিয়মশৃংখলা মেনে চলতে হবে।
   গ) নির্বাচিত প্রার্থীদের ভর্তির সময় মূল মার্কসশীট কর্তৃপক্ষের নিকট প্রশিক্ষণ শেষ না হওয়া পর্যন্ত জমা রাখতে হবে।
   ঘ) সফলভাবে কোর্স সম্পন্নকারিকে মট্স এর সনদপত্র দেয়া হবে।   
   ঙ)  প্রশিক্ষণের প্রয়োজনে প্রতিদিন অতিরিক্ত সময় এবং ছুটির দিনে প্রশিক্ষণ বা উৎপাদনের কাজ করতে হবে।
 
৬।দরখাস্ত করার নিয়ম:
      ক) প্রতিষ্ঠান প্রণীত ভর্তির আবেদন ফরম ১০০ টাকার বিনিময়ে সংগ্রহ পূর্বক নিজ হাতে পূরণ করে জমা দিতে হবে। 
      খ) দুই কপি সদ্যতোলা পাসপোর্ট সাইজের রঙীন ছবি দিতে হবে।   
      গ) প্রার্থীদের সংশ্লিষ্ট স্কুল প্রধান কর্তৃক সত্যায়িত মার্কসশীট এর কপি দিতে হবে।   
      ঘ) জাতীয় পরিচয়পত্রের / জন্ম নিবন্ধন সনদপত্রের ফটোকপি দিতে হবে।
৭। প্রশিক্ষণ ফি :
      ক)ভর্তি ফি   ,০০০/- টাকা  
      খ) কোর্স ফি(প্রতি মাসে) : ,৫০০/- টাকা মোট = ১১,৫০০/-টাকা ভর্তির সময় প্রদান করতে হবে (জানুয়ারী মাসের কোর্স ফিসহ)
৮।সুযোগ সুবিধা: সফলভাবে প্রশিক্ষণ সমাপনকারীদের দেশে-বিদেশে কর্মসংস্থানের জন্য সর্বাত্বক সহযোগিতা করা হবে।

বি:দ্র: মাসিক কোর্স ফি ৩,৫০০/-(তিন হাজার পাঁচশত) টাকা পরিশোধ করার সময়সীমা প্রতি মাসের ১ থেকে ১০ তারিখের মধ্যে।