BEIOA-SICIP প্রকল্পের আওতায় ৪ মাস মেয়াদি কারিগরি প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে।

Event & News

মট্স ক্যাম্পাসে ASSET প্রকল্পের স্কিলস কম্পিটিশন ২০২৫ অনুষ্ঠিত

অতি সম্প্রতি প্রাতিষ্ঠানিক অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন Accelerating and Strengthening Skills for Economic Transformation (ASSET) প্রকল্পের Institutional Development Grant Program এর সাথে মট্স এর পারফরম্যান্স বেইজড গ্রান্ট এগ্রিমেন্ট হয়। তারই ফলশ্রুতিতে ২৭ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ মট্স ইনস্টিটিউট অব টেকনোলজি স্কিলস কম্পিটিশিন এ অংশগ্রহণ করার সুযোগ পায়। দেশ ব্যাপী একযোগে ১৩৬টি পলিটেকনিক ইনস্টিটিউট এ প্রতিযোগিতায় অংশ নিয়েছে। মট্স এর ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ৫টি টেকনোলজি যথাক্রমে অটোমোবাইল টেকনোলজি, সিভিল টেকনোলজি, কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি, ইলেকট্রিক্যাল টেকনোলজি এবং মেকানিক্যাল টেকনোলজির মোট ৩০ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। স্কিলস কম্পিটিশন অনুষ্ঠানটি ৩টি পর্বে সাজানো হয়।
১ম পর্বে ছিল উদ্বোধনী ও আলোচনা অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী মোঃ রাকিবুল হাসান, উপ প্রকল্প পরিচালক, ASSET Project। তিনি বলেন ASSET প্রকল্পের উদ্দেশ্য হলো দক্ষতা বৃদ্ধি করা এবং দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা। তিনি বলেন মানুষে মানুষে পার্থক্য হয় দক্ষতার কারণে তাই শিক্ষার্থীদের যথাযথ ক্ষেত্রে জ্ঞান অর্জন ও উপযোগী দক্ষতা ও সামর্থ্য তৈরি করার আহ্বান জানান। তিনি বলেন দক্ষতাই পারে যুব সমাজকে সম্পদে পরিণত করতে। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জি. উৎপল কে দাস, ব্যবস্থাপনা পরিচালক, পাওয়ারট্র্যাক। তিনি মট্সকে সাধুবাদ জানান যেহেতু এ প্রতিষ্ঠানে একই সাথে শিক্ষা, প্রশিক্ষণ ও উৎপাদন কার্যক্রম চলে। তিনি বলেন শিক্ষার্থীরা মট্স থেকে হাতে কলমে দক্ষতা অর্জন করছে পাশাপাশি নৈতিকতার অনুশীলন করছে; আর এটাই হলো যথাযথ শিক্ষা। তিনি বলেন আন্তরিকতার সাথে মানসিকতার, মননশীলতার দক্ষতা অর্জন করলে জীবন সুন্দর হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ইঞ্জি. মোঃ আতিকুর রহমান, ডিরেক্টর অপারেশন, স্টারলিট হোমস লি:। তিনি দক্ষ জনশক্তি তৈরিতে মট্স এর অগ্রণী ভ‚মিকার কথা উল্লেখ করেন। তিনি আরও বলেন দক্ষতা থাকলে কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত হয় কারণ তথ্য এবং জ্ঞান এর সমন্বয়ে দক্ষতা বৃদ্ধি পায়। তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, দায়িত্বশীলতা ও দক্ষতার পাশাপাশি ভালো মানুষ হওয়ার পরামর্শ প্রদান করেন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মোঃ আসফাক হোসেন আকন্দ, সভাপতি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারর্স অ্যালামনাই এসোসিয়েশন। তিনি শিক্ষার্থীদের দক্ষ হওয়ার আহ্বান জানান। আর মট্স এ পড়ালেখা করে শিক্ষার্থীদের দক্ষ হওয়ার সুন্দর সুযোগটি তিনি গ্রহণ করার পরামর্শ প্রদান করেন। তিনি বলেন দক্ষতা অর্জনের মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব। উক্ত অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মট্স পরিচালক ও অধ্যক্ষ মি. জেমস্ গোমেজ। তিনি ASSET প্রকল্পের নীতি নির্ধারকদের ধন্যবাদ জানান মট্সকে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য। তিনি শিক্ষার্থীদের আহ্বান জানান অন্যদের থেকে নিজেদেরকে আলাদা হিসেবে উপস্থাপন করার।
অনুষ্ঠানের ২য় পর্বে ছিল প্রজেক্ট পরিদর্শন ও মূল্যায়ন। প্রতিটি টেকনোলজিতে ৩ জন করে বিচারক ছিলেন এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মূল্যায়ন করার জন্য। অনুষ্ঠানের অতিথিবৃন্দ, অধ্যক্ষ ও পরিচালক, উপাধ্যক্ষসহ প্রশিক্ষকগণ এ সময় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রজেক্ট পরিদর্শন করেন এবং মূল্যায়ন করে প্রতি টেকনোলজি থেকে ১ জন করে বিজয়ী নির্বাচন করেন। প্রজেক্ট পরিদর্শনের পর অতিথিগণ উৎপাদন বিভাগের কার্যক্রম পরিদর্শন করেন। অনুষ্ঠানের শেষ পর্বে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সনদ প্রদান করা হয়। উল্লেখ্য, এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে যারা বিজয়ী হয়েছে তারা প্রত্যেকেই আঞ্চলিক পর্যায়ে স্কিলস কম্পিটিশিন এ অংশগ্রহণ করবে।
💡🏆