This site under construction

Event & News

দন্ত চিকিৎসার ক্যাম্পেইন!

দন্ত চিকিৎসার ক্যাম্পেইন!
৮ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দে কাইনেটিক ডেন্টাল ও মেডিপ্লাস এর যৌথ উদ্যোগে মট্স প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় দন্ত চিকিৎসার ক্যাম্পেইন। ক্যাম্পেইন চলবে দুই দিন ব্যাপী। মট্স এর লং টার্ম মেকানিক্যাল কোর্স (এলটিএমসি), ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম, মডুলার শর্ট কোর্স এবং SSW প্রোগ্রামের জাপানী ভাষা শিক্ষা কোর্সের সকল প্রশিক্ষণার্থীদের নিয়ে ৫টি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারটি পরিচালনা করেন ড. নাফিসা আঞ্জুম নাদিয়া, চিফ কনসালটেন্ট, কাইনেটিক ডেন্টাল। সেমিনারটি মূলত করা হয়েছে দাঁতের যত্নে আমাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে। দাঁত মানব শরীরের অন্যতম একটি অঙ্গ। তাই সুস্থ দাঁতের বিষয়টি জরুরি। সঠিক নিয়মে দাঁতের যত্ন নেওয়ার উপায় ও দীর্ঘদিন মজবুত রাখার বিষয় এবং দাঁতের নানাবিধ সমস্যা ও সমস্যা সমাধানের উপায় সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সেমিনারে বিস্তারিত আলোচনা করা হয়। উক্ত সেমিনারে ৮ জন দন্ত চিকিৎসক উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন মট্স পরিচালক মি. জেমস্ গোমেজ, প্রশিক্ষণ ও শিক্ষা বিভাগের উপ ব্যবস্থাপক মি. সুপ্রিয় হালদারসহ সংশ্লিষ্ট প্রশিক্ষকগণ। সেমিনার পরবর্তী সময়ে সকল প্রশিক্ষণার্থীদেরকে দাঁতের ফ্রি চেক আপ করা হয়। ধাপে ধাপে সকল কর্মীগণকেও ফ্রি চেক আপ করা হবে। উল্লেখ্য, কাইনেটিক ডেন্টালে পরবর্তী দুইমাসের মধ্যে চিকিৎসা ক্ষেত্রে মট্স পরিবারের সকলে সুবিধা ও অগ্রাধিকার পাবেন।