বড়দিন হচ্ছে যিশু খ্রিস্টের জন্মদিন। এ দিনটিকে ঘিরে সকলের মধ্যেই উৎসাহ, উচ্ছাস, আগ্রহ ও প্রস্তুতি চলতে থাকে। খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড় একটি উৎসব হল বড়দিন। মর্যাদা ও তাৎপর্যের দিক থেকে বড় এ দিনটি। বড়দিনের আনন্দ শুধু খ্রিস্ট ধর্মের অনুসারীদের মধ্যেই সীমাবদ্ধ থাকে না এ আনন্দের ছোঁয়া লাগে সকল বিশ্ববাসীর মধ্যে। সেই আনন্দের ছোঁয়া মট্স প্রাঙ্গণেও লেগেছে। বড়দিনকে উপলক্ষ করে ১৯ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দে মট্স প্রাঙ্গণে আয়োজিত হয় বড়দিনের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মট্স পরিচালক মি. জেমস্ গোমেজ, ঊর্ধ্বতন ব্যবস্থাপকগণ, ব্যবস্থাপকগণ এবং সকল বিভাগের কর্মীগণ। মট্স পরিবারের সকল কর্মীদের প্রাণোচ্ছল উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠে। বড়দিনের আনন্দকে ছড়িয়ে দিতে ও নিজেদের আনন্দের স্মৃতিচারণ করতে অনুভূতি প্রকাশ করেন মট্স এর বিভিন্ন বিভাগের কর্মীবৃন্দ। উক্ত অনুষ্ঠানকে আরও আনন্দময় করতে বড়দিনের গান পরিবেশন করেন মট্স সাংস্কৃতিক কমিটির সদস্যবৃন্দ। বড়দিন এর আরেকটি ঐতিহ্য পরস্পরের মধ্যে উপহার বিনিময়। তাই বড়দিনের শুভেচ্ছা হিসেবে মট্স পরিবারের সকল সদস্যদের উপহার দেওয়া হয়। এরপর বড়দিনকে উপলক্ষ করে কেক কাটা হয় এবং সকলে মিলে বড়দিনের কীর্তন করেন।