BEIOA-SICIP প্রকল্পের আওতায় ৪ মাস মেয়াদি কারিগরি প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে।

Event & News

মট্স প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন!

শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, শরীরচর্চা অনুশীলন ইত্যাদি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। খেলাধুলা মানুষকে শারীরিক ও মানসিকভাবে উন্নত করে তোলে। বিশেষ করে শিক্ষার্থীদের চিন্তার বিকাশ ঘটায়। ২৬ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দে মট্স প্রাঙ্গণে মট্স’র সকল শিক্ষার্থী, প্রশিক্ষণার্থী ও শিক্ষকমন্ডলীর অংশগ্রহণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন, আকর্ষণীয় ডিসপ্লেসহ বিভিন্ন খেলার আয়োজন করা হয়। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রদ্ধেয় ফাদার লেনার্ড সি. রিবেরু, সেক্রেটারী, সাধারণ পরিষদ, কারিতাস বাংলাদেশ। প্রতিযোগিতার শুরুতে প্রধান অতিথি ও মট্স পরিচালক মশাল প্রজ্জ্বলন করেন, অত:পর প্রজ্জ্বলিত মশাল নিয়ে ২ জন শিক্ষার্থী মাঠ প্রদক্ষিণ করেন। প্রধান অতিথি শ্রদ্ধেয় ফাদার লেনার্ড সি. রিবেরু শিক্ষার্থীদের খেলায় অংশগ্রহণের উৎসাহ প্রদান করেন। তিনি নিজেও একজন খেলোয়ার ছিলেন তাই তার অভিজ্ঞতার আলোকে সুন্দর সহভাগিতা করেন। তিনি বর্তমান বাস্তবতার প্রেক্ষিতে চলমান ঘটনাপ্রবাহ উল্লেখ করেন এবং বিভিন্ন উদাহরণের মাধ্যমে বক্তব্য প্রদান করেন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন মট্স পরিচালক মি. জেমস্ গোমেজ। তিনি সকল শিক্ষার্থীদের খেলায় অংশগ্রহণসহ প্রতিভা বিকাশের চর্চা করার আহ্বান জানান। মট্স এর এলটিএমসি কোর্স, ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম, মডুলার, ভাষা শিক্ষা ও পুলিশ বাহিনীর প্রশিক্ষণার্থী প্রায় ১৬০০ জন এ প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন। বিভিন্ন ধরনের খেলায় শিক্ষার্থী, প্রশিক্ষণার্থী, শিক্ষকমন্ডলী, ব্যবস্থাপকগণ ও অন্যান্য কর্মীগণ আনন্দ ও উৎসাহের সাথে অংশগ্রহণ করেন। খেলা শেষে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।