আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ০৯ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দে সকাল ০৮:৩০ টায় মট্স প্রাঙ্গণে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠিত সভার প্রতিপাদ্য বিষয় ছিল, “অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন”। উক্ত সভার সভাপতিত্ব করেন শ্রদ্ধেয় মট্স পরিচালক মি. জেমস্ গোমেজ। আয়োজিত সভায় উপস্থিত ছিলেন উৎপাদন বিভাগের ঊর্ধ্বতন ব্যবস্থাপক মি. মার্টিন রোনাল্ড প্রামানিক, অর্থ ও প্রশাসন বিভাগের ব্যবস্থাপক মিজ্ মৃত্তিকা আদিত্য এবং মার্কেটিং ফোকাল মি. সাগীর হামযা। সেই সাথে উপস্থিত ছিলেন মট্স জেন্ডার ফোকাল মিজ্ মেরেলিন লিপি বাড়ৈ। এছাড়াও মট্স এর সকল বিভাগের কর্মীগণ উক্ত সভায় উপস্থিত ছিলেন। উক্ত সভায় প্রতিপাদ্য বিষয়কে কেন্দ্র করে একটি প্রতিবেদন উপস্থাপন করেন জেন্ডার ফোকাল মেরিলিন লিপি বাড়ৈ। সেখানে নারীদের অধিকার, সমতা ও ক্ষমতায়নের বর্তমান চিত্র তুলে ধরেন তিনি। অর্থ ও প্রশাসন বিভাগের ব্যবস্থাপকের বক্তব্যে মাধ্যমে নারীদের নিরাপত্তা এবং নারীদের উন্নয়নে এক অপরের প্রতি সহানুভ‚তিশীল হওয়ার কথা বলেন। বাইবেলের বাণীর মাধ্যমে নারীর ক্ষমতায়ন বিষয়টি ব্যাখ্যা করেন উৎপাদন বিভাগের ঊর্ধ্বতন ব্যবস্থাপক। এছাড়াও সভায় বক্তব্য প্রদান করেন মার্কেটিং ফোকাল মি. সাগীর হামযা, সহকারী ব্যবস্থাপক মোঃ আব্দুর রব খান এবং প্রশিক্ষক মিস. সানজিদা শারমিন। তাদের বক্তব্যের মাধ্যমেও একাধিকভাবে নারীর উন্নয়নে নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়ন বিষয়টি উঠে এসেছে। সভার শেষ পর্বে ধন্যবাদ জ্ঞাপন এবং সমাপনী বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের সভাপতি মট্স পরিচালক মি. জেমস্ গোমেজ। তার বক্তব্যের মাধ্যমে তিনি নারীদের সমতা ও ক্ষমতায়নে পুরুষের ভ‚মিকার উপর আলোকপাত করেন। এছাড়াও প্রতিষ্ঠানে নারী শিক্ষার্থীর ভর্তি বৃদ্ধিতে আমাদের উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। সভার শেষে মট্স ক্যাম্পাসে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি র্যালি অনুষ্ঠিত হয়। উক্ত র্যালিতে পরিচালক, ব্যবস্থাপকগণ এবং কর্মীবৃন্দ অংশগ্রহণ করে।