ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ২য়, ৪র্থ, ৬ষ্ঠ ও ৮ম পর্ব সমাপনী পরীক্ষা আগামী ১ ডিসেম্বর হতে শুরু হবে।

Event & News

মট্স-ইএসডিও এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত।

বিগত ২৭ অক্টোবর,২০২৪ খ্রিস্টাব্দ তারিখ মট্স এবং ইকো সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) প্রতিষ্ঠানের সাথে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরতি হয়। ইএসডিও একটি মানবকি উন্নয়ন সংস্থা। এ প্রতিষ্ঠানটি বিশেষত জীবিকার উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও পুষ্টি, শিক্ষা, নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্য, শিশুদের অধিকারের প্রচার, কিশোর ও যুবকদের সম্পৃক্ততা এবং জাতিগত সংখ্যালঘুদের অধিকারের ক্ষেত্রে উল্লেখযোগ্য কাজ করছে। এছাড়াও ক্ষতিগ্রস্থ দরিদ্র ও প্রান্তিক জনগণকে সহায়তা করা এবং তাদের সামগ্রিক টেকসই উন্নয়নের মাধ্যমে এই দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর টেকসই, নিরাপদ এবং স্থিতিস্থাপক জীবিকা অর্জনের জন্যও কাজ করছে। এরই ধারাবাহিকতায় কাজ করার লক্ষ্যে ইএসডিও এবং মট্স’র মধ্যে একটি সহযোগিতার চুক্তি সম্পাদিত হয়। এ চুক্তির মাধ্যমে মট্স Leveraging youth employment in Bangladesh through improving their employability and competitiveness to fit with the 21st -century job market (LIFT) প্রকল্পের আওতায় ছয় মাস মেয়াদি প্রশিক্ষণ বাস্তবায়ন করবে।

এ চুক্তির আওতায় মট্স বিভিন্ন ট্রেডে (ড্র্রাইভিং, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এন্ড মেন্টেনেন্স, মেশিনশপ প্র্যাকটিস, প্লাম্বিং) প্রশিক্ষণ প্রদান করবে।
এ প্রকল্পে Education and Development Foundation-Educo এর মাধ্যমে আর্থিক সহায়তা দিচ্ছে Child Fund Korea (CFK)। উক্ত চুক্তি সম্পাদন অনুষ্ঠানে ইএসডিও এর হেড অব ফাইন্যান্স এমডি জিল্লুর রহমান, কান্ট্রি ডিরেক্টর, Educo মি: আব্দুল হামিদ, সহ আরও উচ্চ পদস্থ ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। মট্স’র পক্ষে পরিচালক মট্স মি: জেমস্ গোমজ উপ-ব্যবস্থাপক (প্র: ও শি:) মি: সুপ্রিয় হালদার উপস্থিত ছিলেন ।