ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ২য়, ৪র্থ, ৬ষ্ঠ ও ৮ম পর্ব সমাপনী পরীক্ষা আগামী ১ ডিসেম্বর হতে শুরু হবে।

Event & News

মট্স এ সাংস্কৃতিক ক্লাবের আনন্দ আয়োজন

গত ২৫/১১/২০২৪ খ্রিস্টব্দে মট্স প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় মট্স সাংস্কৃতিক ক্লাবের মাধ্যমে আয়োজিত একটি আনন্দ অনুষ্ঠান। আসন্ন বিজয় দিবস, বড়দিন ও পর্ব সমাপনীকে উপলক্ষ করে সাংস্কৃতিক ক্লাবের মডারেটর এর নেতৃত্বে ক্লাবের সদস্যবৃন্দ মিলে প্রথমবারের মতো এই আনন্দ অনুষ্ঠান আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মট্স পরিচালক মি. জেমস্ গোমেজ, প্রশিক্ষণ ও শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন ব্যবস্থাপক মি. আল হেলাল আবু বকর সিদ্দিক, উপ ব্যবস্থাপক মি. সুপ্রিয় হালদার এবং প্রধান প্রশিক্ষক সৌরভ শামূয়েল পিউরীফিকেশন। আরও উপস্থিত ছিলেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ও ইঞ্জিনিয়ারিং ক্লাবের মডারেটর, কো-মডারেটরগণ এবং প্রশিক্ষণ ও শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধানগণ। সেই সাথে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ক্লাবের মডারেটর সুমি ক্লডিয়া রোজারিও এবং কো-মডারেটর উরসিলা তন্বী গমেজ। ক্লাবের কার্যক্রমের অংশ হিসেবে প্রথমবারের মতো প্রকাশিত অণুপত্রিকা ‘প্রজন্ম’ এর মোড়ক উন্মোচন করেন মট্স পরিচালক। তিনি ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং ক্লাবের কার্যক্রমকে অব্যাহত রাখতে পরামর্শ প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ব্যবস্থাপকমন্ডলী তাদের বক্তব্যের মাধ্যমে সাংস্কৃতিক ক্লাবের সদস্যদের আয়োজিত অনুষ্ঠানের প্রশংসা করেন এবং ক্লাবের কার্যক্রমকে আরও ত্বরান্বিত করতে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন। আনন্দ আয়োজনে নাচ, গান, আবৃত্তিতে ছিল সকলের সক্রিয় অংশগ্রহণ। মনোমুগ্ধকর পরিবেশনায় মুখরিত ছিল সাংস্কৃতিক ক্লাবের আয়োজিত এই আনন্দ অনুষ্ঠান।

মট্স সাংস্কৃতিক ক্লাবের অণুপত্রিকা ‘প্রজন্ম’