BEIOA-SICIP প্রকল্পের আওতায় ৪ মাস মেয়াদি কারিগরি প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে।

Event & News

মানবপাচার বিরোধী সচেতনতা দিবস ও আন্তর্জাতিক প্রার্থনা অনুষ্ঠান।

৯ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দে আন্তর্জাতিক প্রার্থনা ও মানবপাচার বিরোধী সচেতনতা দিবস উপলক্ষে মট্স প্রাঙ্গণে প্রার্থনা অনুষ্ঠান হয়। ৮ ফেব্রুয়ারি সাধ্বী জোসেফিন বাকটি যার মৃত্যু দিবসটিকে কেন্দ্র করে আন্তর্জাতিক প্রার্থনা ও মানবপাচার বিরোধী সচেতনতা দিবস পালিত হয়ে আসছে তারই ধারাবাহিকতায় প্রতি বছর এ প্রার্থনা অনুষ্ঠান করা হয়। সার্বজনীন প্রার্থনায় মানব পাচারকারীদের বোধদয় দানের জন্য বিশেষভাবে অনুগ্রহ যাচনা করা হয়। এ সময় নির্যাতিতদের সুরক্ষার জন্য প্রার্থনা করা হয়। এ প্রার্থনা অনুষ্ঠানে পূন্যপিতা পোপ ফ্রান্সিস এর বাণী সকলের সাথে সহভাগিতা করা হয়। মানব পাচার একটি জঘন্য অপরাধ ও সামাজিক ব্যাধি। এ থেকে যেন আমরা সকলেই নিরাপদ থাকতে পারি মূলত এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রার্থনা অনুষ্ঠান করা হয়। মানব পাচারবিরোধী সচেতনতা সম্পর্কে ১০টি প্রতিপাদ্য বিষয় সকলের সামনে তুলে ধরা হয়। উক্ত প্রার্থনা অনুষ্ঠানে মট্স পরিচালক মি. জেমস্ গোমেজ সকলকে আহ্বান জানান মানব পাচাররোধে যেন নিজে এবং প্রশিক্ষণার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে পারি। মূলত মানুষের সরলতার সুযোগ নিয়েই একদল অসাধু ব্যবসায়ীরা মানুষকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিভিন্ন দেশে পাচারের মাধ্যমে পতিতাবৃত্তি, বাধ্যতামূলক শ্রমে জোরপূর্বক বাধ্য করছে। এমনকি মেডিকেল পরীক্ষার উপকরণ হিসেবে পাচারকারীরা মিথ্যাচার করে শিশু, নারী ও পুরুষদের অঙ্গপ্রত্যঙ্গ সংগ্রহ করছে এবং হত্যা করছে নিরীহ প্রাণ। তিনি মানবপাচার এর সামাজিক ও মানবিক প্রভাব আলোকপাত করে এই ঘৃণিত কাজের সাথে জড়িতদের বিষয়ে সকলকে সচেতন হতে আহ্বান জানান। এছাড়াও উক্ত প্রার্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মি. আল হেলাল আবু বকর সিদ্দিক, ঊর্ধ্বতন ব্যবস্থাপক, প্রশিক্ষণ ও শিক্ষা, মিজ্ মৃত্তিকা আদিত্য, ব্যবস্থাপক, অর্থ ও প্রশাসন। আরও উপস্থিত ছিলেন অন্যান্য ব্যবস্থাপকগণ, সকল বিভাগের কর্মীবৃন্দ এবং এলটিএমসি কোর্সের প্রশিক্ষণার্থীবৃন্দ।