লং টার্ম মেকানিক্যাল কোর্সের ৪৯তম ব্যাচের নবীনবরণ ও ওরিয়েন্টেশন!
মট্স এর অন্যতম বুনিয়াদি প্রশিক্ষণ লং টার্ম মেকানিক্যাল কোর্স (এলটিএমসি)। ১৯৭৬ খ্রিস্টাব্দ থেকে মট্স এ প্রশিক্ষণের মাধ্যমে গ্রামীণ মেধাবী যুবাদের কারিগরি প্রশিক্ষণ দিচ্ছে। তারই ধারাবাহিকতায় ৫ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ মট্স প্রাঙ্গণে লং টার্ম মেকানিক্যাল কোর্স (এলটিএমসি) এর ৪৯তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের নবীনবরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠান আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন শ্রদ্ধেয় ব্রাদার রিপন জেমস্ গমেজ, সিএসসি, প্রভিন্সিয়াল, হলিক্রস ব্রাদার্স বাংলাদেশ। তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে অত্যন্ত চমৎকারভাবে তার বক্তব্যে উপস্থাপন করেন জীবনে সফলতা অর্জনের উপায়সমূহ। তিনি প্রশিক্ষণার্থীদেরকে সংঘবদ্ধভাবে চলার আহ্বান জানান। কারণ একসাথে চলার সুফল জীবনকে উন্নয়নের পথে নিয়ে যায়। এতে নিজেদের সম্ভাবনাগুলো উন্মেচিত হয় এবং পরস্পর পরস্পরকে সহযোগিতা করতে পারে। তিনি সুন্দরভাবে বুঝিয়ে বলেন অন্যান্য প্রাণীর চেয়ে মানুষের মধ্যে যে পার্থক্য রয়েছে বিশেষত মানুষ প্রতিনিয়ত জীবনযাপন করে নতুনত্ব আয়ত্ত করে। তিনি অভিভাবক ও প্রশিক্ষণার্থীদের সাধুবাদ জানান মট্সকে বেছে নেওয়ার জন্য। প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও শিক্ষকমন্ডলী সর্বদা প্রশিক্ষণার্থীদের পাশে থাকবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুস সালাম, সভাপতি, এলটিএমসি এক্স ট্রেইনিজ সোসাইটি। তিনি তার অভিজ্ঞতার আলোকে প্রশিক্ষণার্থীদের শৃঙ্খলভাবে জীবনে চলার পরামর্শ প্রদান করেন। তিনি মট্স এর নিয়ম শৃঙ্খলার প্রশংসা করে বলেন যারা মট্স এ ভর্তি হয়েছে তারা তিন বছর পর সত্যিকারের মানুষ হয়ে প্রশিক্ষণ সম্পন্ন করে সফলতার পথে হাঁটবে। নবীনবরণ অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মট্স পরিচালক ও অধ্যক্ষ মি. জেমস্ গোমেজ। তিনি প্রশিক্ষণার্থীদের মট্স পরিবারে অভিনন্দন জানান। প্রতিষ্ঠানের সকল নিয়মকানুন মেনে ভাল মানুষ হিসেবে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করার আহ্বান জানান তিনি। সংশ্লিষ্ট সকল প্রশিক্ষকগণের সাথে সর্বদা অভিভাবক ও প্রশিক্ষণার্থীদের যোগাযোগ রাখার কথা বলেন তিনি। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মট্স’র প্রশিক্ষণ ও শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন ব্যবস্থাপক ও উপাধ্যক্ষ মি. এএইচএবি সিদ্দিক। আরও উপস্থিত ছিলেন মট্স’র ব্যবস্থাপকবৃন্দ, প্রশিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দসহ নবীন প্রশিক্ষণার্থীবৃন্দ। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ, প্রশিক্ষণার্থীবৃন্দ ও অভিভাবকগণ মট্স’র বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন।