ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ২য়, ৪র্থ, ৬ষ্ঠ ও ৮ম পর্ব সমাপনী পরীক্ষা আগামী ১ ডিসেম্বর হতে শুরু হবে।

Event & News

কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন!

মট্স এ কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে আজ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং ক্যাম্পাস সবুজায়নের লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচিতে মট্স পরিচালক মি. জেমস্ গোমেজ, মি. এএইচএবি সিদ্দিক, ঊর্ধ্বতন ব্যবস্থাপক, প্রশিক্ষণ ও শিক্ষা, বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।
পরিচালক মহোদয় শিক্ষার্থীদের এমন উদ্যোগের প্রশংসা করেন। কৃষিকাজে প্রযুক্তির ব্যবহার কীভাবে বাড়ানো যায় সে ব্যাপারে গবেষণার জন্য প্রশিক্ষণার্থীদের আহ্বান জানান। এছাড়া ভবিষ্যতে সকল টেকনোলজিকে এ ধরনের পরিবেশবান্ধব কার্যক্রমের আয়োজনের আহ্বান জানান। শুধুমাত্র উদ্যোগ নেওয়া নয় নিয়মিত কার্যক্রম চালিয়ে নেওয়ার পরামর্শও প্রদান করেন তিনি। অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীরা তাদের দায়িত্ব পালন ও প্রকৃতি রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন। সবশেষে একটি পেঁপে গাছ রোপণ করার মাধ্যমে আজকের বৃক্ষরোপণের শুভ উদ্বোধন করা হয়।