২৭ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ থেকে ৩১ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ পর্যন্ত ৫ দিন ব্যাপী সফট স্কিল এর উপর প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণটির আয়োজনে অর্থায়ন করে Bangladesh Youth Leadership Center (BYLC) এর USAID Bijoyee Project এবং সার্বিক সহযোগিতায় ছিল মট্স। মট্স এর বুনিয়াদি প্রশিক্ষণ হলো তিন বছর মেয়াদী লং টার্ম মেকানিক্যাল কোর্স (এলটিএমসি)। এলটিএমসি এর ৪৬তম ব্যাচের মোট ৪৮ জন প্রশিক্ষণার্থীকে এই প্রশিক্ষণ প্রদান করা হয়। এলটিএমসি ৩য় বর্ষের এই প্রশিক্ষণার্থীগণ ডিসেম্বর মাসে প্রশিক্ষণ সম্পন্ন শেষে কর্মক্ষেত্রে প্রবেশ করবে তাই এ সময়টি তাদের জন্য উপযুক্ত সময় সফট স্কিল প্রশিক্ষণের। পরিবার, সমাজ ও কর্মক্ষেত্রে নেতৃত্ব প্রদানের চ্যালেঞ্জ ও তা মোকাবেলা করার পদ্ধতি, সমস্যা সমাধানের পদ্ধতি, দ্ব›দ্ব ব্যবস্থাপনা, জনসংযোগ, পাবলিক স্পিকিং ক্যাপাসিটি, প্রফেশনাল গোল সেটিংস, সিভি রাইটিং ইত্যাদি বিষয়গুলোর উপর প্রশিক্ষণ প্রদান করা হয়। উক্ত প্রশিক্ষণে দলীয় আলোচনা, ব্রেইন স্ট্রর্মিং ইত্যাদি পদ্ধতি অনুসরণ করা হয়েছে। এলটিএমসি প্রশিক্ষণার্থীগণ সক্রিয়ভাবে এই প্রশিক্ষণে অংশগ্রহণ করে। ৫ দিন ব্যাপী এই প্রশিক্ষণের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মট্স পরিচালক মি. জেমস্ গোমেজ, প্রশিক্ষণ ও শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন ব্যবস্থাপক মি. আল হেলাল আবু বকর সিদ্দিক ও সংশ্লিষ্ট প্রশিক্ষকবৃন্দ এবং Bangladesh Youth Leadership Center (BYLC) এর USAID Bijoyee Project এর সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।