ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ২য়, ৪র্থ, ৬ষ্ঠ ও ৮ম পর্ব সমাপনী পরীক্ষা আগামী ১ ডিসেম্বর হতে শুরু হবে।

Event & News

ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ২১তম ব্যাচের নবীনবরণ ও ওরিয়েন্টেশন।

কারিগরি শিক্ষার ক্ষেত্রে মট্স এর পথচলায় ২০০৪ খ্রিস্টাব্দে যুক্ত হয়েছিল ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম। যার ধারাবাহিকতায় মট্স প্রাঙ্গণে ২১তম ব্যাচের যাত্রা শুরু হয়েছে। গত ০৭ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দে মট্স প্রাঙ্গণে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ২১তম ব্যাচের (২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের নবীনবরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠান আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন পরম শ্রদ্ধেয় আর্চবিশপ বিজয় এন ডি’ত্রুজ, ওএমআই, ঢাকা মহাধর্মপ্রদেশ ও প্রেসিডেন্ট, বাংলাদেশ কাথলিক বিশপ সম্মিলনী। তিনি শিক্ষার্থীদের বলেন, “ Focus on your priority”. তিনি বলেন শিক্ষার্থীদের লক্ষ্য হবে এভারেস্টের চুড়ায় উঠার। তাই তিনি তাদেরকে সময়নিষ্ঠ, কথায় ও কাজে মিল রাখা, নৈতিক চরিত্রের অধিকারী হওয়া, ধ্বংসাত্মক কাজে লিপ্ত না হওয়ার কথা বলেন। তিনি শিক্ষার্থীদের উন্মুক্ত হৃদয়ের অধিকারী ও উদার ব্যক্তি হওয়ার আহ্বান জানান এবং তাদের মধ্যে জ্ঞানার্জনের ক্ষুধা যেন থাকে সে কথা বলেন। তিনি শিক্ষার্থীদেরকে সত্যিকারের মানুষ হয়ে উঠতে বলেন। এছাড়াও তিনি নারী শিক্ষার সুযোগ বৃদ্ধির কথা বলেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় ড. ফা. লিন্টু ফ্রান্সিস ডি কস্তা, নির্বাহী পরিচালক, সেন্ট জন ভিয়ানী হাসপাতাল। তিনি তার বাস্তব অভিজ্ঞতার আলোকে শিক্ষার্থীদের সুপরামর্শ প্রদান করে বলেন, কোন কাজই ছোট নয়, তাই সকল কাজের দক্ষতা থাকলে জীবনে সফলতা অর্জন করা সম্ভব। তিনি যাদু দেখিয়েও শিক্ষার্থীসহ উপস্থিত সকলকে আনন্দ দিয়েছেন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ইঞ্জি. উৎপল কে দাস, ব্যবস্থাপনা পরিচালক, পাওয়ারট্র্যাক। তিনি মট্স এর প্রশংসা করে বলেন, লেখাপড়ার পাশাপাশি সফট স্কিলেও মট্স শিক্ষার্থীদের পারদর্শী করে তুলছে এ বিষয়টি তার খুবই ভালো লেগেছে। শিক্ষার্থীরা একাডেমিক পড়ালেখা শেষে যেহেতু ইন্ডাস্ট্রিগুলোতে যুক্ত হবে তাই ইন্ডাট্রি এর উপযোগী করে গড়ে তোলার বিষয়ে প্রতিষ্ঠান আরও ভূমিকা রাখবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মট্স ইনস্টিটিউট অব টেকনোলজির ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ আবুল শাহিন কাওছার সরকার, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (ডিপ্লোমা), বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। তিনি মট্স সহ সকল মিশনারী শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ম শৃঙ্খলার প্রশংসা করেন। তিনি বোর্ডের নিয়মকানুন বিষয়ক দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে। তিনি বলেন এ বছর মট্স এ বেশি সংখ্যক শিক্ষার্থী ভর্তি হয়েছে যা সত্যিই প্রশংসার দাবিদার। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মি. রিফাত মাহবুব সাকিব, ব্যাংকার, লেখক, কলামিস্ট, ফিল্ম মেকার ও স্যোশাল ডেভেলপার। তিনি মট্স এর সকল কাজের প্রশংসা করেন এবং মট্স এর উন্নয়নকে ত্বরান্বিত করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়ার সহায়তার আশ্বাস প্রদান করেন।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মি. জেমস্ গোমেজ, অধ্যক্ষ ও পরিচালক, মট্স। তিনি নবীন শিক্ষার্থীদের মট্স পরিবারে স্বাগত ও অভিনন্দন জানান এবং যথাযথ নিয়ম মেনে শিক্ষা গ্রহণের আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি জীবন দক্ষতা বিশেষত- স্ট্রেস বা হতাশা মোকাবেলার দক্ষতা রপ্ত করার পরামর্শ প্রদান করেন। নবীনবরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ২১তম ব্যাচ এর অটোমোবাইল, সিভিল, কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি, ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল টেকনোলজির মোট ৪৩১ জন নবীন শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন মট্স’র প্রশিক্ষণ ও শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন ব্যবস্থাপক ও উপাধ্যক্ষ, মট্স’র ব্যবস্থাপকবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অন্যান্য অতিথিবৃন্দ, অফিস সংশ্লিষ্ট কর্মীগণ ও প্রশিক্ষকবৃন্দ। নাচ, গানসহ সকল উপাদান মিশ্রিত বর্ণিল আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানটি প্রাণবন্ত ছিল। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদেরকে প্রতিষ্ঠানের নিয়মকানুন সম্পর্কে অবগত করা হয় এবং তাদের পথচলা সুন্দর ও মসৃণ হওয়ার প্রত্যাশা ও শুভকামনা রেখে অনুষ্ঠান শেষ করা হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকগণ মট্স’র বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন।