ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে শূন্য আসনে আগামী ১৩/০২/২০২৫ খ্রি. পর্যন্ত ভর্তি করানো যাবে। টেকনোলজিসমূহ: অটোমোবাইল, সিভিল, কম্পিউটার, ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল।

Event & News

ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ১৭ তম ব্যাচের কোর্স সমাপনী সনদপত্র প্রদান

কারিগরি শিক্ষাক্ষেত্রে মট্স এর বিচরণ ১৯৭৩ খ্রিস্টাব্দ হতে। তারই ধারাবাহিকতায় মট্স কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০০৪ খ্রিস্টাব্দ হতে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের সাথে সম্পৃক্ত রয়েছে। গত ১৫ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দে মট্স ইনস্টিটিউট অব টেকনোলজির ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের অটোমোবাইল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ও মেকানিক্যাল টেকনোলজির ১৭ তম ব্যাচের কোর্স সমাপনী সনদপত্র প্রদান অনষ্ঠিত হয়। ১৭ তম ব্যাচের (শিক্ষাবর্ষ) মোট ২১৩ জন শিক্ষার্থীকে কোর্স সমাপনী সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের চার বছরের পথচলার স্মৃতি বিজড়িত অনুভ‚তি ব্যক্ত করে। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মট্স পরিচালক ও অধ্যক্ষ মি. জেমস্ গোমেজ। শিক্ষা জীবনের এ চার বছরের পথ অতিক্রম করে সফলভাবে কোর্স সম্পন্ন করা ও সুন্দর ভবিষ্যতের জন্য তিনি শিক্ষার্থীদেরকে শুভকামনা জানান। তিনি শিক্ষার্থীদের তাদের ক্যারিয়ার ও ভবিষ্যৎ জীবনের জন্য সুন্দর ও গঠনমূলক পরামর্শ প্রদান করেন। ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের কোর্স সমাপনী সনদপত্র প্রদান অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করেছে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। তাদের পক্ষ থেকে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: আবু জামান, বিভাগীয় প্রধান, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। উচ্চতর শিক্ষার ক্ষেত্রে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের জন্য যে সকল সুযোগ সুবিধা প্রদান করে থাকে সে বিষয়ে তিনি সকলকে অবগত করেন। তিনি শিক্ষার্থীদের আশ^াস প্রদান করেন উচ্চতর শিক্ষা ও ক্যারিয়ার গঠনে যেকোনো ধরনের সহযোগিতা প্রদানের। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মট্স ডিপ্লোমা ইঞ্জিনিয়ারর্স অ্যালামনাই এসোসিয়েশন এর সভাপতি মো: আসফাক হোসেন আকন্দ। তিনি শিক্ষার্থীদের উচ্চতর শিক্ষা ও ক্যারিয়ার এ দুটি বিষয়ে অভিজ্ঞতার আলোকে দিক নির্দেশনা ও পরামর্শ প্রদান করে থাকেন। এছাড়াও উপস্থিত ছিলেন Akiya Adham Bhuiyan, Bangladesh Branch Manager, Daiko Service Inc.|.। তিনি জাপানী ভাষা ও জাপান গিয়ে ক্যারিয়ার তৈরির বিষয়ে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন। এছাড়াও উপস্থিত ছিলেন মট্স’র প্রশিক্ষণ ও শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন ব্যবস্থাপক ও উপাধ্যক্ষ মি. আল হেলাল আবু বকর সিদ্দিক। তিনি শিক্ষার্থীদের সততা, দক্ষতা ও পেশাদারিত্বের বিষয়ে সহভাগিতা করেন। এছাড়াও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট সকল প্রশিক্ষকবৃন্দ এবং ১৭ তম ব্যাচের শিক্ষার্থীবৃন্দ।