বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর সাথে মট্স এর সমঝোতা চুক্তি স্বাক্ষর এর লক্ষ্যে মট্স পরিদর্শন
কৃষি বিষয়ক ফসলের গবেষণা কার্যক্রম পরিচালনা করার জন্য বাংলাদেশের সর্ববৃহৎ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)। অন্যদিকে কারিগরি প্রশিক্ষণের পাশাপাশি পরিবেশবান্ধব ও ব্যববহার উপযোগী কৃষি যন্ত্রপাতি উদ্ভাবনে মট্স গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখছে। তারই প্রেক্ষিতে বারি এর সাথে মট্স এর যোগসূত্রতা। সেই সূত্র ধরে কৃষি যন্ত্রপাতি ও লাগসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে কৃষি বিষয়ক ফসলের গবেষণা কার্যক্রমকে আরও ত্বরান্বিত করার চিন্তাধারা থেকে ৫ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ মট্স পরিদর্শন করেন। বারি হতে আগত অতিথিবৃন্দদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় পরিচালকের সভা কক্ষে। এ সময় বারি এর পক্ষে উপস্থিত ছিলেন ড. মো: ওবায়দুল্লাহ কায়সার, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, প্রশিক্ষণ ও শিক্ষা উইং, ইমরান খান চৌধূরী, র্ঊ্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, প্রশিক্ষণ ও যোগাযোগ উইং। মট্স এর পক্ষে উপস্থিত ছিলেন মট্স পরিচালক মি. জেমস্ গোমেজ, ঊর্ধ্বতন ব্যবস্থাপক (উৎপাদন) মি. মার্টিন রোনাল্ড প্রামানিক, অর্থ ও প্রশাসন ব্যবস্থাপক মিজ্ মৃত্তিকা আদিত্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর সাথে মট্স এর একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হবে। এ দুটি প্রতিষ্ঠানের সমঝোতা চুক্তির মাধ্যমে পারস্পরিক সহযোগিতায় মানব সম্পদ উন্নয়ন ও কৃষি বিষয়ক কার্যক্রমের সম্প্রসারণ ও টেকসই উন্নয়ন সম্ভব হবে বলে সকলেই প্রত্যাশা ব্যক্ত করেন।