mawts

Digital Innovation Award

 “ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৮” পুরষ্কার অর্জন

 

“ডিজিটাল বাংলাদেশ” গড়ার অগ্রযাত্রাকে দৃঢ়ীকরণ ও জনগণের হাতের মুঠোয় পৌঁছাচ্ছে তথ্যপ্রযুক্তির বৈপ্লবিক ছোঁয়ায় প্রতিনিয়ত ঘটে যাওয়া নানা উদ্ভাবন। তথ্যপ্রযুক্তির বৈশ্বিক পরিবর্তনকে জনগণের নিকট আরো পরিচিত করতে, তাঁদেরকে উদ্ভাবনী মানসিকতায় উদ্বুদ্ধ করতে এবং রূপকল্প-২০২১ ও ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে উন্নত বাংলাদেশ বিনির্মাণে ডিজিটাল খাতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রমসমূহ ও অর্জন এবং শিশু,কিশোর,তরূণ প্রজন্মকে সুদক্ষ মানসম্পদে পরিণত করার প্রয়াসে গত ১১ হতে ১৩ অক্টোবর, ২০১৮ খ্রীঃ পর্যন্ত ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় কর্তৃক আয়োজিত বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে “ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৮” অনুষ্ঠিত হয়। জাতিয় পর্যায়ের উক্ত মেলায় আমন্ত্রণ পেয়ে অংশ গ্রহণ করে মট্স তার নিজস্ব উদ্ভাবিত উপকরণ প্রদর্শন করে। বিভাগীয় পর্যায়ে আয়োজিত “ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৮”-এ শ্রেষ্ঠ দক্ষতা উন্নয়নমূলক প্রতিষ্ঠান/উদ্যোগ ক্যাটাগরীতে মট্স সফলতার সাথে প্রথম স্থান অর্জন করেছে।

১৯৭৩ সনে মট্স প্রতিষ্ঠার পর হতে কারিগরি ও ভোকেশনাল প্রশিক্ষণ, শিক্ষা ও অন-দি-জব ট্রেনিং-এর মাধ্যমে বাংলাদেশে দক্ষ জনসম্পদ সৃষ্টি, অত্যাধুনিক কৃষি ও শিল্প মেশীনারীজ ও যন্ত্রাংশ তৈরী, বৈদেশিক মূদ্রা অর্জন ও দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এ স্বীকৃতির আনন্দ আমরা সকলের সাথে সহভাগিতা করতে চাই।

পুরস্কার প্রাপ্তির গৌরবোজ্জল আনন্দে উজ্জীবিত হোক মট্স পরিবারের সকল সদস্যা/সদস্য।

You are here  :